আমি একজন সিভিল ইঞ্জিনিয়ার। একটি কোম্পানিতে প্রকল্প ব্যবস্থাপক হিসেবে কাজ করি। প্রতি ঈদের সময় আমার দায়িত্বরত প্রকল্পের বিভিন্ন কন্ট্রাক্টরা বিভিন্ন উপহার ও ক্যাশ দিয়ে থাকেন (আমকে জানিয়ে বা না জানিয়ে)। আমার জন্য এই টাকা নেওয়া কি হালাল না হারাম।
ক্যাটাগরি
প্রশ্নোত্তর 6510
অর্থনৈতিক
প্রকাশকাল: 26 Nov 2023
আমি একজন সিভিল ইঞ্জিনিয়ার। একটি কোম্পানিতে প্রকল্প ব্যবস্থাপক হিসেবে কাজ করি। প্রতি ঈদের সময় আমার দায়িত্বরত প্রকল্পের বিভিন্ন কন্ট্রাক্টরা বিভিন্ন উপহার ও ক্যাশ দিয়ে থাকেন (আমকে জানিয়ে বা না জানিয়ে)। আমার জন্য এই টাকা নেওয়া কি হালাল না হারাম।