আস-সালামু আলাইকুম। আমি কয়কমাস আগে কিছু টাকা দিয়ে ক্রিপ্টোকারেন্সি ক্রয় করি। ক্রয় করার সময় আমি জানতাম যে এটা হারাম। কিন্তু এখন আমি এ হারাম থেকে ফিরে আসতে চাইছি। আমি যে ক্রিপ্টোকারেন্সি কিনেছিলাম তা এখনো আমার কাছে রয়ে গিয়েছে। আমি যদি তা এখন বিক্রি করে এটা থেকে বের হতে চাই তাহলে কি সেটাতে অন্য কাউকে বিক্রির জন্য আমাকে গোনাহগার হতে হবে? নাকি আমি টাকা দিয়ে কেনা ক্রিপ্টোকারেন্সি বিক্রি না করেই হারাম পথ ছেড়ে দিবো। (আমি যদি ক্রিপ্টোকারেন্সি বিক্রি না করি তাহলে আর্থিক কিছু ক্ষতি হবে। এবং যদি বিক্রি করি তাহলে ক্ষতি তুলনামূলক কম হবে। আমার জন্য কোনটি করনীয়