আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6441

অর্থনৈতিক

প্রকাশকাল: 18 সেপ্টে. 2023

প্রশ্ন

আস-সালামু আলাইকুম। আমি কয়কমাস আগে কিছু টাকা দিয়ে ক্রিপ্টোকারেন্সি ক্রয় করি। ক্রয় করার সময় আমি জানতাম যে এটা হারাম। কিন্তু এখন আমি এ হারাম থেকে ফিরে আসতে চাইছি। আমি যে ক্রিপ্টোকারেন্সি কিনেছিলাম তা এখনো আমার কাছে রয়ে গিয়েছে। আমি যদি তা এখন বিক্রি করে এটা থেকে বের হতে চাই তাহলে কি সেটাতে অন্য কাউকে বিক্রির জন্য আমাকে গোনাহগার হতে হবে? নাকি আমি টাকা দিয়ে কেনা ক্রিপ্টোকারেন্সি বিক্রি না করেই হারাম পথ ছেড়ে দিবো। (আমি যদি ক্রিপ্টোকারেন্সি বিক্রি না করি তাহলে আর্থিক কিছু ক্ষতি হবে। এবং যদি বিক্রি করি তাহলে ক্ষতি তুলনামূলক কম হবে। আমার জন্য কোনটি করনীয়

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। না, এটা বিক্রি করা জায়েজ হবে না। হারাম কোন যে কোন জিনিসের ক্রয়-বিক্রয় নিষেধ। যেটা করেছেন তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চান। আর্থিক কিছু ক্ষতি হলেও সেটা আর বিক্রি করতে যাবেন না।