আমার শ্বশুড় বাড়ির কেউ দান খয়রাত করতে তেমন পছন্দ করেন না। একদুইজন আছেন আমি দান খয়রাত করলে, গরীব কাউকে কিছু দিলে আরো ঝগড়া করে, ঝামেলা করে অনেক। কিন্তু আমার ছোট থেকেই নিজের যতটুকুই আছে সবাইকে দিতে খুব ভালো লাগে। গরীব কেউ কিছু চাইলে আমার মন চায় যতটুকু সামর্থ্যের মধ্যে চেস্টা করি, এমনকি দেইও। কখনো না করতে পারিনা। কাপড়, খাবার যে কোন কিছু।তবে আমার সংসারের, ক্ষতি হবে এমন ভাবে কিছু কখনো করিনা।এমনকি তাদেরকে অনেক বুঝানোর চেস্টা করেছি যে দান সদকাহ করলে কমেনা বরং বাড়ে। তারা রাগ করে। সমস্যাটা হচ্ছে বিয়ের পর থেকে কাউকে কিছু দিতে হলে লুকিয়ে দিতে হয়। এখন আমার কি গুনাহ হবে? লুকিয়ে দান, খয়রাত, গরীবদের সাহায্য করা আমার এই কাজে আল্লাহ কি নারাজ হবেন? আমার কি করা উচিত? দয়া করে নামটা প্রকাশ করবেন না। জাযাকাল্লাহ