আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6357

অর্থনৈতিক

প্রকাশকাল: 26 জুন 2023

প্রশ্ন

আমার শ্বশুড় বাড়ির কেউ দান খয়রাত করতে তেমন পছন্দ করেন না। একদুইজন আছেন আমি দান খয়রাত করলে, গরীব কাউকে কিছু দিলে আরো ঝগড়া করে, ঝামেলা করে অনেক। কিন্তু আমার ছোট থেকেই নিজের যতটুকুই আছে সবাইকে দিতে খুব ভালো লাগে। গরীব কেউ কিছু চাইলে আমার মন চায় যতটুকু সামর্থ্যের মধ্যে চেস্টা করি, এমনকি দেইও। কখনো না করতে পারিনা। কাপড়, খাবার যে কোন কিছু।তবে আমার সংসারের, ক্ষতি হবে এমন ভাবে কিছু কখনো করিনা।এমনকি তাদেরকে অনেক বুঝানোর চেস্টা করেছি যে দান সদকাহ করলে কমেনা বরং বাড়ে। তারা রাগ করে। সমস্যাটা হচ্ছে বিয়ের পর থেকে কাউকে কিছু দিতে হলে লুকিয়ে দিতে হয়। এখন আমার কি গুনাহ হবে? লুকিয়ে দান, খয়রাত, গরীবদের সাহায্য করা আমার এই কাজে আল্লাহ কি নারাজ হবেন? আমার কি করা উচিত? দয়া করে নামটা প্রকাশ করবেন না। জাযাকাল্লাহ

উত্তর

যা দান করছেন সেটা যদি আপনার মালাকানাধীণ হয় অথবা স্বামীর অনুমতিক্রমে স্বামীর মালিকানাধীণ টাকা পয়সা বা অন্য কিছু হয় তাহলে গোপনে বা প্রকাশ্যে দান করতে আপনার কোন সমস্যা নেই। ঝামেলা এড়াতে গোপনে দান করতে পারেন। তবে নিজের বা স্বামীর অনুমতিক্রমে স্বামীর সম্পদ ছাড়া অন্য কারো সম্পদ দান করবেন না। আল্লাহ আপনার দানকে বহুগুণে বাড়িয়ে কবুল করে নিন।