As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6320

যাকাত

প্রকাশকাল: 20 May 2023

প্রশ্ন

আস-সালামু আলাইকুম। যাকাতের মাসালা বিষয়ক আমার প্রশ্নটি নিম্নরূপঃ আমার বাবা ৯০ এর দশকে আমার দুই জ্যাঠার নামে আলাদা করে কিছু জমি কিনে দেন। উল্লেখ্য, আমার দুই জ্যাঠাই তখন যাকাত নেয়ার উপযুক্ত ছিলেন। এই জমি আমার মেজ জ্যাঠা এখনো আবাদ করছেন। মরহুম বড় জ্যাঠা তার নামে কিনে দেয়া জমি পরবর্তীতে বাড়ি নির্মাণের জন্য বিক্রয় করে দেন যে বাড়িতে তার সন্তানরা এখনো বসবাস করছেন। এমতাবস্থায়, আমার বাবা যদি কিনে দেয়া সেই জমিগুলো যাকাত হিসেবে বিবেচনা করতে চান তাহলে সেটা ইসলামের দৃষ্টিতে যায়েজ হবে কিনা? এখানে উল্লেখ্য যে, আমার মেজ জ্যাঠার বর্তমান আর্থিক অবস্থায় তিনি যাকাত গ্রহণ করার উপযুক্ত। আর আমার বড় জ্যাঠাও মৃত্যুকালীন সময়ে যাকাত নেয়ার উপযুক্ত ছিলেন। বিষয়টির মাসালা প্রদানের জন্য বিনীত অনুরোধ জানানো হলো। যাজাকাল্লাহ খাইরন।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। না, এখন আগে কিনে দেয়া সেই জমিগুলো যাকাত হিসেবে বিবেচনা করা যাবে না। যাকাত দেয়ার আগে যাকাত আদায়ের নিয়ত করতে হয়। যেহেতু তখন নিয়ত করে নি তাই সেই জমি বা টাকা যাকাত হিসেবে বিবেচণা করা যাবে না।