As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6319

পোশাক-পর্দা

প্রকাশকাল: 19 May 2023

প্রশ্ন

আস-সালামু আলাইকুম। যদি আমি নামাজ পড়ার সময় আমার ১৩ বছর বয়সী দেবর আমাকে দেখে তাহলে কি আমার নামাজ হবে? বা কোনো বেগানা পুরুষ যদি আমাকে নামাজরত অবস্থায় দেখে তাহলে কি আমার নামাজ হবে? আর কোনো বেগানা পুরুষ আমাকে দেখলে কি অযু নষ্ট হয়ে যাবে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। নামাযের একটি ফরজ হলো শরীর ঢাকা। কোন মহিলা ফরজ পরিমাণ শরীর ঢেকে নামায আদায় করা অবস্থায় নন মাহরাম বা বেগানা কোন পুরুষ তাকে দেখলে তার নামায বা অযু নষ্ট হবে না।