সৌদিতে রমজানের চাদ দেখা গেলে আমাদের দেশে রোজা শুরু হয় তার পরেরদিন এবং সৌদিতে রমজান মাস শেষ হয় আমাদের একদিন আগে। তাহলে দেখা যাচ্ছে যে সৌদিতে যেদিন ২য় রমজান আমাদের দেশে সেদিন ১ম রমজান, ঠিক তেমনিভাবে সৌদিতে যেদিন বিজোড় রাত আমাদের দেশে সেদিন তার উল্টো মানে জোড় রাত আবার আমাদের দেশে যেদিন বিজোড় রাত সৌদিতে সেদিন জোড় রাত। তো আমরা হাদীসের ভাষ্যমতে জানি যে লাইলাতুল কদর হবে রমজানের শেষের দশদিনের বিজোড় রাতে। আর কদ্বরের রাত তো হবে একটাই আর তা যদি সৌদির বিজোড় রাতে হয় তাহলে তারা পাবে আর আমরা বঞ্চিত হবো আর যদি আমাদের দেশের বিজোড় রাতে লাইলাতুল কদর হয় তাহলে আমরা পাব এবং এরাবিয়ানরা বঞ্চিত হবে। তাহলে এমতাবস্থায় বঞ্চিত না হয়ে কিভাবে আমরা পবিত্র শব ই-ক্বদরের রাত পাব?