As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6285

রোজা

প্রকাশকাল: 15 Apr 2023

প্রশ্ন

আস-সালামু আলাইকুম। ৬ রমজানের সাহরীর সতর্কতামূলক শেষ সময় ছিল ৪:৩৩ মিনিট। ঘুম থেকে উঠতে দেরি হওয়ায় আমার সাহরী শেষ করতে ৪:৩৪ মিনিট বেজে যায়। মুখে অবশিষ্ট খাবার- পানি দিয়ে গলধঃকরণ করতে করতে ৪:৩৪ বেজে যায়। আমার রোজাটি কি ভঙ্গ হয়ে যাবে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। সাহরীর মূল শেষ সময় যদি শেষ না হয় তাহলে রোজা ভাঙ্গবে না। সতর্কতামূলক সময় মূল সময়ের কয়েক মিনিট আগে শেষ হয়।