As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6254

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 15 Mar 2023

প্রশ্ন

আমার নাম ইয়াছিন আহমেদ। আমি ২০১৭ সালের সেপ্টেম্বরের ১ তারিখে বিবাহ করি। বর্তমানে আমার একটা ছেলে আছে সাড়ে চার বছর। ছেলে তার মার কাছে আছে। ২০১৯ সালে আমার স্ত্রী কাউকে কিছু না বলে তার বাপের বাড়িতে চলে যায়। আমি একাধিক বার যাওয়ার পরেও সেই আসিনি। ২০১৯ সালের জুন মাসে আমার বাবা-মা তাকে আনতে গেলে তার বাবা এলাকার প্রভাবশালীকে দিয়ে আমার বাবাকে চড় মারে।

তখন আমি ঢাকায় ছিলাম। তারপর ২০২০ সালে জানুয়ারি মাসে আমার ফুপু তাকে ঢাকায় নিয়ে আসে। ২০২০-২০২১ সাল এই দুই বছর আমার সাথে সংসার করে। আবার ২০২২ সালে জানুয়ারি মাসে ঢাকা থেকে গহনা টাকা নিয়ে বাবার বাড়ি চলে যায়। এবং আমাকে শুধু বলে ডিভোর্স দিয়ে দাও। আর কাবিন এর টাকা দিয়ে দাও৷ পরে আমি জানতে পারি তার একাধিক পুরুষের সাথে পরকীয়া আছে। তার প্রমান ও আছে। ২০২২ সালে ডিসে: ১২ তারিখ হঠাৎ আমার বাসায় পুলিশ আসে আমাকে ধরে নিয়ে যায়।

আমি জানতে পারলাম যে ২০১৯ সালে আমার বিরুদ্ধে সে যৌতুকের একটি মিথ্যা মামলা করে। আমি দীর্ঘ ২ মাস জেল খেটে জামিনে বের হই। সে এখনো বলে আমাকে ডিভোর্স দিয়ে দাও। টাকা দিয়ে দাও। কিন্তু আমার কাছে ৫ লাখ টাকা নেই। সে সংসার না করলে আমাকে ডিভোর্স দিয়ে দিক। তাও দিচ্ছে না। আবার আমি শুনলাম সে নাকি বিয়ে করেছে একটি বিদেশী ছেলের সাথে। শায়েখ আমার একটা ছেলে আছে। আর আমার কাছে কাবিন এর টাকা ও নাই। আমি কি করব। একটু যদি পরামর্শ দিতেন।

উত্তর

সংসার করার কারণে ৫ লাখ টাকা আপনাকে শোধ করতে হবে। বিয়ের আগে চিন্তা ভাবনা করে মোহরানা নির্ধারণ করতে হয়ে। এখন সে যেহেতু ডিভোর্স চায় সুতরাং সে খোলা তালাক গ্রহন করবে। এতে তার পক্ষ থেকে কিছু টাকা আপনাকে দিতে হবে। এসব বিষয় আদালতের মাধ্যমে ফয়সালা হয়ে থাকে। আপনি একজন ভালো আইনজীবির সাথে কথা বলে আদালতের দারস্থ হন। আর দুআ করুন, এই পরিস্থিতি থেকে যেন আল্লাহ আপনারক উদ্ধার করেন।