As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6253

যাকাত

প্রকাশকাল: 14 Mar 2023

প্রশ্ন

আস-সালামু আলাইকুম, মুহতারাম, আমি একজনকে ৫০০০ টাকা ধার দিয়েছি। দেওয়ার সময় নিয়্যত করেছিলাম, যদি দিতে না পারে তাহলে যাকাত হিসাবে দিয়ে দিব। অনেকদিন হয়ে গেছে টাকা ফেরত পাইনি এবং আমিও কিছু বলিনি। এখন আমার যাকাত দেওয়ার সময় এসেছে। সেই টাকা যাকাত হিসাবে কি গন্য হবে। (তাকে বলে দিব যে আপনার আর টাকা দেওয়া লাগবেনা।) দ্বিতীয় প্রশ্নঃ ব্যাংকের ডি পি এস এবং নগদ মিলে ২৫,০০০০ টাকা থাকলে কি যাকাত দিতে হবে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। না, অগ্রিম ধার দেয়া টাকা যাকাত হিসেব পরবর্তীতে গণ্য করা যাবে না। আপনি এখন যাকাতের ৫ হাজার টাকা তার হাতে দিবেন আর বলবেন যে, আমার পাওনা ৫ হাজার টাকা এখন দিয়ে দাও। তাহলে আপনার যাকাতও আদায় হবে আবার ঋনও আদায় হয়ে যাবে। ২। জ্বী, এই টাকার যাকাত দিতে হবে। রোপার নিসাব হিসেবে এই পরিমাণ টাকা থাকলে যাকাত ফরজ হয়।