আস-সালামু আলাইকুম। আমি ঢাকায় নিজের ফ্ল্যাটে থাকি। আর আমার স্বামীর ২ টা ছোট ফ্ল্যাট আছে সেগুলি ভাড়া দিয়া আমার সংসার চলে। ছেলেরা যেই টাকা দেয় তা সংসার খরচে জোড় দিয়েও প্রত্যেক মাসে আমার নেগেটিভ ব্যালেন্স হয়। অর্থাৎ আমার ২/৩ হাজার টাকা ঋণ হয়ে যায়। আমার জামাইয়ের বয়স ৮০ এর কাছাকাছি। আমার টোটাল ইনকাম ৩৪ হাজর। এমতাবস্থায় আমি যাকাত খেতে পারবো কিনা। আমার আপন ভাইয়ের ছেলে আমাকে কিছু যাকাতের টাকা দিছে গরীব দুঃখী কে দেয়ার জন্য, আমি কি তাকে না জানিয়ে এই টাকা আমার মেয়ের বিয়ের জন্য খরচ করতে পারবো।