As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6230

সুদ-ঘুষ

প্রকাশকাল: 19 Feb 2023

প্রশ্ন

আস-সালামু আলাইকুম, আমি একজন আমেরিকা বসবাসকারী প্রবাসী, নিরাপত্তা জনিত কারণে আমার উপার্জনের একটা অংশ ব্যাংকে জমা রাখি। ব্যাংক প্রতিমাসে আমার জমানো টাকার উপর আমাকে একটা সুদ প্রদান করে এবং বছর শেষে ব্যাংক আমাকে একটা স্টেটমেন্ট প্রদান করে যেখানে সারা বছরের টোটাল সুদের পরিমাণ উল্লেখ থাকে। আমি প্রতিবছর এই সুদের সম্পূর্ণ টাকা গরিব মিসকিন কে সদকায়ে জারিয়া হিসাবে প্রদান করে থাকি, এবং আমার মূল টাকার উপর ২.৫% হারে যাকাত আদায় করে থাকি, এখন আমার প্রশ্ন হল এই সুদের টাকা গরিব মিসকিন কে দান করা কি আমার জায়েজ হবে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। সুদ থেকে প্রাপ্ত টাকার মালিক আপনি নন, তাই এই টাকা দান করা হালাল টাকা দান করার মতো নয়। হালাল টাকা দান করলে সওয়াব হয়। আর সুদের এই টাকা গরীবদেরকে দেয়ার সময় সওয়াবের নিয়ত করা যাবে না, সওয়াবের নিয়ত করলে গুনাাহ হবে। এটা হারাম টাকা, হারাম টাকা দিয়ে সওয়াবের আশা করা গুনাহের কাজ। সুতরাং এটা সদকায়ে জারিয়া হিসেবে প্রদান করা যাবে না। সওয়াবের নিয়ত ছাড়া গরীবদেরকে দিয়ে দিতে হবে।

অন্য কোন হালাল আর্থিক প্রতিষ্ঠানে টাকা রাখার সুযোগ থাকলে এসব ব্যাংকে টাকা রাখা যাবে না।