As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6229

অর্থনৈতিক

প্রকাশকাল: 18 Feb 2023

প্রশ্ন

আস-সালামু ওয়া রাহমাতুল্লাহ। আমি একটা সমস্যায় আছি, যদি দয়া করে উত্তর দিতেন, তাহলে উপকৃত হতাম। সমস্যা হলো আমি নামাজে রুক সেসদা করার সময় বিভিন্ন কিছু মনে হয় আর মনে হয় অন্য কিছু করি। আল্লাহর নামের যিকির করার সময়ে আমার সামনে যা দেখি আমার মনে হয় তার করি। আমার মনে হয় শিরক হয়ে যাচ্ছে। নফস আমাকে অনেক ধোঁকা দিচ্ছে। এ থেকে বেচে থাকার জন্য কি আমল করলে আল্লাহ আমাকে মাফ করবেন।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। প্রকাশ্য শত্রু শয়তান মানুষকে আল্লাহর পথ থেকে দূরে ঠেলে দেওয়ার জন্য এমন ওয়াসওয়াসা দিয়ে থাকে। আপনা মনে যায় হোক না কেন, আপনি নিয়মিত সালাত আদায় করবেন, রুকু-সাজদা দিবেন, যিকির করবেন। এক সময় সব ঠিক হয়ে যাবে। নিয়মিত বেশী বেশী আউযুবিল্লাহি মিনাশ শায়ত্ব নিররজীম পড়বেন।