As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6186

হালাল

প্রকাশকাল: 6 Jan 2023

প্রশ্ন

আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি পেশায় একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার (মার্চেন্ডাইজার) হওয়ায় বিদেশি বায়ারের, সেম্পল ডেভেলপমেন্ট করা, অর্ডার রিসিভ করা, প্লেস করা এবং এক্সিকিউটিভ করার দায়িত্ব সবকিছু আমাকে দেখতে হয়। কিন্তু বায়ারের রিকোয়ারমেন্ট অনুসারে লেডিস শর্ট গারমেন্টস যেমন টি শার্ট, cami, vest,ইত্যাদি অর্ডার করে।সে ক্ষেত্রে আমি কোন গুনাগার হব কিনা কিংবা আমার উপার্জন হালাল হবে কিনা ?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম।আল্লাহ তায়ালা বলেছেন, ولا تعاونوا على الإثم والعدوان মন্দকর্ম ও সীমালংঘনের কাজে তো একে অপরকে সহযোগিতা করো না। সূরা মায়েদা, আয়াত নং ২। এই পোশাকগুলো তৈরীর মাধ্যমে কিছুটা হলেও পাপের কাজে সহযোগিতা করা হয়। সুতরাং এরচেয়ে সুন্দর ও স্বচ্ছ কর্মের সন্ধান করা দরকার। যেখানে পাপের কাজে আদৌ সহযোগিতা না হয়। আমরা সেই দুআ করি।