As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6185

জায়েয

প্রকাশকাল: 5 Jan 2023

প্রশ্ন

পবিত্র কুরআন তেলাওয়াতের সময় অথবা দোয়া দরুদ পড়ার সময় হাঁচি দেই তখন কি ‘আলহামদুলিল্রাহ’ বলতে হবে? অন্য কেউ যদি হাঁচি দিয়ে ‘আলহামদুলিল্রাহ’ বলে তাহলে কি তেলাওয়াত বা দোয়া দরুদ পড়া অবস্থায় আমাকে ‘ইয়ারহামুকাল্লাহ।

উত্তর

জ্বী, আলহামদুলিল্লাহ বলবেন, ইয়রহামুকাল্লাহ বলবেন, সমস্যা নেই।