আস-সালামু আলাইকুম, আমার বয়স ১৬ বছর। বয়ঃসন্ধিকালের ১ম পর্যায়। এক রকম পৈচাশিক জীবন যাচ্ছে। যৌন উন্মাদনা একটু বেশিই। মোবাইল থেকে নিজেকে দূরে রেখেও নিজেকে সংযত রাখতে পারি না। পড়াশোনাতে মন বসে না কোনোভাবে। আর আমি একজন জেনারেল স্টুডেন্ট। তারুণ্যের উচ্ছলতায় হারাম রিলেশন, মেয়ে ফ্রেন্ড ইত্যাদি গুনাহের কাজের প্রতি উচ্ছলতা তৈরি হয়। নিজেকে বিরত রাখতে চাইলেও পরবর্তীতে আবার গুনাহে জড়িয়ে পরি। একবার আলোর দিশা পেলেও আবার হারিয়ে ফেলেছি। এত গুনাহ হয়ে গেছে যে, মাঝেমধ্যে আখিরাতের আশাও হারিয়ে ফেলি। বলার মতো অনেক কিছু আছে, কিন্তু এতোকিছু বলা সম্ভব নয়। এখন আমার কী করা উচিত তা একটু ইসলামিক ভাবে সমাধান দিলে দুনিয়া ও আখিরাতের জন্য উপকার আসবে। ধন্যবাদ।।