আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ রেজাউল করিম মাসুম,
আমি ইউনিভার্সিটি তে চারুকলায় পড়ালেখা করেছি, ছবি আঁকা গুনার কাজ যে দিন থেকে ভাল ভাবে বুজতে পারি সে থেকে প্রাণী এবং মানুষের ছবি আঁকা ছেড়ে দিয়েছি । এখন আমি চাকরি করি গ্রাফিক ডিজাইন এ, আমি ইসলাম মেনে চলার চেষ্টা করছি, ইসলাম এর নিয়ম কানুন গুলো আমার মত পাপী র পক্ষে যতটুকু মানা সম্বভ চেষ্টা করছি । কিন্তু চাকরি আর ডিজাইন শিখার কারনে মানুষ সহ বিভিন্ন ধরনের ছবি এডিট করে ডিজাইন করতে হয়, এই বিষয়টি ইদানিং আমাকে বেশি ভাবাচ্ছে, এতে কি আমি গুনাগার হবো? আমি কারো কাছে শেয়ার ও করতে পারছি না যেহেতু আমার জীবিকা এইটা দিয়ে। আমি যেহেতু ডিজাইন এ জব করি সে ক্ষেত্রে আমার করণীয় কি হবে? মেহেরবানী করে যদি কোন পরামসশ দিতেন।