As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 619

অর্থনৈতিক

প্রকাশকাল: 10 Oct 2007

প্রশ্ন

আসসালামুআলাইকুম, স্যার, আমার প্রশ্ন হলো ফরজ মহান আল্লাহর ঘোষিত, সুন্নত রাসুল(স:)এর। কিন্তুু ওয়াজিবের উৎস কি এবং কখন থেকে ওয়াজিব চালু হয়, দয়া করে জানাবেন। আবিদুল ইসলাম বাকেরগঞ্জ, বরিশাল

উত্তর

ওয়া আলইকুমুস সালাম। সকল ফকীহ এই পরিভাষাটি ব্যবহার করেন না। তারা শুধু ফরজ আর সুন্নাতের কথাই বলেন। তবে অনেকেই ওয়াজিব পরিভাষা ব্যবহার করেন। এর দ্বারা উদ্দেশ্য হলো সুন্নাতের মধ্যে যে কাজগুলো রাসূলুল্লাহ সা. বেশী গুরুত্ব দিয়েছেন সেগুলো। যেমন, বিতর সালাত। ইমাম আবু হানীফা রা. যুগ থেকেই এই পরিভাষার ব্যবহার পাওয়া যায়।