As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6173

সালাত

প্রকাশকাল: 24 Dec 2022

প্রশ্ন

সালাতের জামাতে শরিক হতে হতে এক বা দুই রাকাত ছুটে গেছে। এমতবস্তায় যদি আমি ভুলবশত ইমামের সাথে সালাম ফিরিয়ে নেই, তারপর সাথে সাথে মনে হয়ে গেলে আমি যখন ছুটে যাওয়া ছালাত টা আদায় করবো তখন কি আমাকে সিজদাহে সাহু করতে হবে?

উত্তর

জ্বী. সাজদায়ে সাহু দিতে হবে। ইমাম সালাম ফিরানোর পর মুসল্লিা কোন ভুল করল তার জন্য মুসল্লির উপর সাজদায়ে সাহু ওয়াজিব হবিস্তারিত জানতেয়।