As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6174

সালাত

প্রকাশকাল: 25 Dec 2022

প্রশ্ন

শায়েখ আমি একজন প্রাইভেট কোম্পানিতে চাকুরে। চাকরির জন্য আমার নাইট ডিউটি করতে হয়, আমি নাইট ডিউটি চলাকালিন অবস্থায় তাহাজ্জুত নামাজ আদায় করলে তাহাজ্জুত নামাজের পরিপূর্ন সওয়াব পাব কি? কেন না আমি জানি যে ঘুম থেকে জেগে উঠে শেষ রাত্রে তাহাজ্জুত পড়লে ফজিলত বেশি। আমি তো নাইট ডিউটিতে না ঘুমিয়ে তাহাজ্জুত আদায় করব, এতে আমার ফজিলত হবে কিনা দয়া করে জানাবেন।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আল্লাহর সন্তুষ্টির জন্য করা সকল আমলের যথাযথ প্রতিদান আল্লাহ তায়ালা দিবেন। আপনি সাধ্যমত সৎ আমল কর যাবেন। আল্লাহ অবশ্যই পূর্ণ সওয়াব দান করবেন।