১। ৩ বা ৪ রাকাত বিশিষ্ট নামাজের প্রথম বা দ্বিতীয় রাকাতে সুরা ফাতেহার সাথে অন্য সূরা পড়তে ভুলে গেলে কি তৃতীয় রাকাতে সূরা মিলাবো না সাজদা সাহূ দিলেই হয়ে যাবে?
২। ৩ বা ৪ রাকাত বিশিষ্ট নামাজের দুই রাকাত পড়ে ভুলবশত সালাম ফিরালে কি বাকি দুই রাকাত পরে সাজদা সাহূ দিবো নাকি আবার পুরু নামাজ পরব?