আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6169

নামায

প্রকাশকাল: 20 ডিসে. 2022

প্রশ্ন

১। ৩ বা ৪ রাকাত বিশিষ্ট নামাজের প্রথম বা দ্বিতীয় রাকাতে সুরা ফাতেহার সাথে অন্য সূরা পড়তে ভুলে গেলে কি তৃতীয় রাকাতে সূরা মিলাবো না সাজদা সাহূ দিলেই হয়ে যাবে?

২। ৩ বা ৪ রাকাত বিশিষ্ট নামাজের দুই রাকাত পড়ে ভুলবশত সালাম ফিরালে কি বাকি দুই রাকাত পরে সাজদা সাহূ দিবো নাকি আবার পুরু নামাজ পরব?

উত্তর

১। সূরা ফাতেহার সাথে অন্য সূরা পড়তে ভুলে গেলে তৃতীয়-চতুর্থ রাকআতে মনে পড়লে অন্য সূরা পড়তে হবে এবং সাজদা সাহুও দিতে হবে। ২। দুই রাকআতে সালাম ফিরানোর পর যদি নামায বহির্ভূত কোন কিছু না করেন তাহলে বাকী দুই বা এক রাকআত পড়ে সাজদায়ে সাহু দিতে হবে। নতুন করে নামায পড়া লাগবে না। নামায বহির্ভূত কাজ যেমন, কারো সাথে কথা বলা, পিছনে তাকানো। এমন করলে নতুন করে নামায পড়তে হবে।