আরবী বাদে অন্য ভাষায় নামাযের মধ্যে দুআ করা যাবে কিনা তা নিয়ে আলেমদের মধ্যে বিতর্ক আছে। আপনি বাংলায় যে দুআ করবেন তার অর্থ সম্বলিত কোন মাসনুন দুআ আরীতে শিখে নিন। মাসনুন দুআ আরবীতে পাঠ করবেন। তবে যতদিন শিখতে না পারবেন ততদিন মাসনুন দুআর অর্থ সম্বলিত কোন বাংলা দুআ সুন্নাত ও নফল নামাযের সাজদায়পাঠ করতে পারেন। ফরজ নামাযের মধ্যে শুধু আরবীতে দুআ করবেন।