As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6115

অর্থনৈতিক

প্রকাশকাল: 27 Oct 2022

প্রশ্ন

আস-সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ আমার প্রশ্ন ফরজ বা সুন্নত নামাজের সেজদার মধ্যে সুবহানা রাব্বি আল আলার পরে বাংলায় দোয়া করা যাবে?

উত্তর

আরবী বাদে অন্য ভাষায় নামাযের মধ্যে দুআ করা যাবে কিনা তা নিয়ে আলেমদের মধ্যে বিতর্ক আছে। আপনি বাংলায় যে দুআ করবেন তার অর্থ সম্বলিত কোন মাসনুন দুআ আরীতে শিখে নিন। মাসনুন দুআ আরবীতে পাঠ করবেন। তবে যতদিন শিখতে না পারবেন ততদিন মাসনুন দুআর অর্থ সম্বলিত কোন বাংলা দুআ সুন্নাত ও নফল নামাযের সাজদায়পাঠ করতে পারেন। ফরজ নামাযের মধ্যে ‍শুধু আরবীতে দুআ করবেন।