As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6116

হজ্জ

প্রকাশকাল: 28 Oct 2022

প্রশ্ন

আসসালামু আলাইকুম। হজ্জ বিষয়ে আমি একটি দ্বিধা দ্বন্দ্বের মধ্যে পড়েছি। ২০১৭ সালে আলহামদুলিল্লাহ আমি হজ পালন করেছি। ২০১৯ সালে আমার স্ত্রী ইচ্ছা জ্ঞাপন করেন যে ২০২৩ সালে আমাকে সাথে নিয়ে উনি হজ পালন করবেন। ২০১৯ সালের প্রেক্ষাপটে আমরা চিন্তা করি যে ২০২৩ সালে আমাদের খরচ পড়বে জনপ্রতি সাড়ে চার লাখ টাকা। কিন্তু এবার হজের খরচ যখন জানানো হয়, কোভিড এবং বিভিন্ন কারণে দেখা যাচ্ছে যে খরচ বেড়ে জনপ্রতি সাড়ে আট লাখ টাকা হয়ে গিয়েছে। হজের এ খরচ আমার এখন বহন করা বেশ অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। কিন্তু আমি যদি আমার একটি অ্যাসেট বিক্রি করি এবং কিছু ধার করি, তবে এবার হজ পালন করা সম্ভব ইনশাআল্লাহ। আমার স্ত্রী তার দেনমোহরের একটি অংশ সাড়ে চার লাখ টাকা রেখে দিয়েছিল হজের জন্য কিন্তু তা এখন হজের খরচের জন্য অপ্রতুল। আমি এবার হজ করছি আমার মৃত শাশুড়ির নামে। আমার জন্য এই হজ একটি নফল ইবাদত বলে গণ্য হবে মনে হয়। আমি কি ধার করে হজ করব নাকি আগামী বছরের জন্য প্রস্তুতি নিব?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আপনি যেহেতু হজ্জ করেছেন সেহেতু আপনার জন্য আর হজ্জ ফরজ নয়। আপনি আপনার শাশুড়ির নামে হজ্জ্ব যে কোন সময় করতে পারেন। আপনার স্ত্রীর উপর যদি হজ্জ্ব ফরজ হয়ে থাকে তাহলে ধার করে হজ্জ্ব যেতে কোন সমস্যা নেই। ফরজ হলে বিলম্ব করার সুযোগ নেই। হজ্জ্ব ফরজ অবস্থায় মারা গেলে বড় গুনাহ হয়। তবে মহিলাদের জন্য হজ্জ্ব ফরয হওয়ার অন্যতম শর্ত হলো মাহরাম কারো সাথে হজ্জ্ব করতে হবে। যদি মাহরাম কাউকে না পায় তাহলে হজ্জ্ব ফরজ হয় না। আপনার স্ত্রীর মাহরাম কোন আত্মীয় যদি এবার হজ্জ্বে যান তাহলে তার সাথে আপনার স্ত্রী যেতে পারেন। আর যদি সেটা সম্ভব না হয়, আর পরবর্তী বছর আপনি যান তাহলে পরবর্তী বছর আপনার সাথে আপনার স্ত্রী যেতে পারে। সবচেয়ে ভালো হলো যদি তার হজ্জ্ব ফরজ হয়ে থাকে তাহলে কিছু টাকা ধার করে হলেও আপনি তাকে হজ্জ্ব নিয়ে যাবেন। পরবতীর্তে পরিষোধ করে দিবেন। আর প্রতি বছরই হজ্জ্বে খরচ বাড়ছে। সুতরাং দেরী না করা সব দিকে দিয়ে সর্বোত্তম হবে।