এই পেনশন সুবিধা গ্রহন করা ঐচ্ছিক, বাধ্যতামূলক নয়। সুতরাং জমাকৃত টাকা সরকার যদি হালাল কাজে বিনিয়োগ করে তাহলে পেনশন নেওয়া জায়েজ হবে। আর যদি এই টাকা সুদভিত্তিক কোন ব্যাংকে রেখে সেখান থেকে যে লাভ হবে সেটা থেকে পেনশন সুবিধা দেন বা ঐ টাকা ইসলামে নিষিদ্ধ এমন কোন পন্থায় বিনিয়োগ করে পেনশন সুবিধা দেন তাহলে হারাম হবে। সরকারী চাকুরিজীবদের টাকার একটা অংশ বাধ্যতামূলকভাবে সরকার রেখে দেয়, সেই টাকার পেনশন সুবিধা নেওয়া জায়েজ। তবে ঐচ্ছিকভাবে অতিরিক্ত রাখলে সেই টাকার পেনশন সুবিধা নেওয়া জায়েজ হবে না।