আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6094

অর্থনৈতিক

প্রকাশকাল: 6 অক্টো. 2022

প্রশ্ন

সংসদে সর্বজনীন পেনশন বিল পাশ করা হয়েছে। এখানে ১৮-৬০ বছর বয়স্ক নাগরিক প্রতিমাসে চাদা দেবেন, ৬০ বছরের পর তিনি চাদার পরিমাণের উপর ভিত্তি করে প্রতিমাসে পেনশন পাবেন। সরকারী চাকুরীজীবিরা যেমন পায়। এই পেনশন স্কিম হালাল কি না জানতে চাই।

উত্তর

এই পেনশন সুবিধা গ্রহন করা ঐচ্ছিক, বাধ্যতামূলক নয়। সুতরাং জমাকৃত টাকা সরকার যদি হালাল কাজে বিনিয়োগ করে তাহলে পেনশন নেওয়া জায়েজ হবে। আর যদি এই টাকা সুদভিত্তিক কোন ব্যাংকে রেখে সেখান থেকে যে লাভ হবে সেটা থেকে পেনশন সুবিধা দেন বা ঐ টাকা ইসলামে নিষিদ্ধ এমন কোন পন্থায় বিনিয়োগ করে পেনশন সুবিধা দেন তাহলে হারাম হবে। সরকারী চাকুরিজীবদের টাকার একটা অংশ বাধ্যতামূলকভাবে সরকার রেখে দেয়, সেই টাকার পেনশন সুবিধা নেওয়া জায়েজ। তবে ঐচ্ছিকভাবে অতিরিক্ত রাখলে সেই টাকার পেনশন সুবিধা নেওয়া জায়েজ হবে না।