As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6065

গুনাহ

প্রকাশকাল: 7 Sep 2022

প্রশ্ন

ডেলি এবং মিডর্জানি নামের দুটি ওয়েবসাইট আছে যেগুলোর তে গিয়ে একটা দৃশ্য বা অন্য কিছুর বর্ণনা দিলে বর্ণনা অনুযায়ী কৃত্রিম বুদ্ধিমত্তা আপনাকে একটি ছবি বানিয়ে দেবে। যেমন একটা বাঘের মতো দেখতে হাতি বা কালো রঙের চাঁদ বা কালো রঙের তাজমহল ইত্যাদি যেকোনো ধরনের বর্ণনা অনুযায়ী আপনাকে কৃত্রিম বুদ্ধিমত্ত একটা ছবি বানিয়ে দেবে এখন আমার প্রশ্নগুলো যে এর মাধ্যমে কোনো প্রানির ছবি আঁকানো জায়েজ হবে কিনা?

উত্তর

না, কোন মাধ্যমেই কোন প্রাণীর ছবি আঁকা জায়েজ নেই। প্রকৃত মুসলিম কখনো এই সব অযথা কাজের পিছনে সময় ব্যায় করে না। বোকা প্রকৃতির মানুষই কেবল এই ধরণের কাজের পিছনে ছুটে।