As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6064

শিরক-বিদআত

প্রকাশকাল: 6 Sep 2022

প্রশ্ন

আস-সালামু আলাইকুম। ইসলামে ফেরার পর থেকে ক্রমাগত আমার মনে ইমানবিরোধী চিন্তা আসতেই থাকে। প্রথম প্রথম আমি এগুলো নিয়ে অনেক চিন্তিত থাকতাম। পরে কয়েকজন বক্তাদের কথা শুনলাম তারা বলেন যে এগুলোর দিকে কর্ণপাত না করতে। এখনো আমার মনে প্রায় সমসময়ই উল্টাপাল্টা চিন্তা আসে। কিন্তু এখন আর আগের মতো এগুলোর জন্য বেশি চিন্তিত বোধ করি না, ফলে আমার মাঝে মাঝে মনে হয় এগুলো আমি নিজেই করছি। কিন্তু আমি এগুলো ইচ্ছা করে করি না। কিন্তু যখন চিন্তা আসে তখন মনে হয় ইচ্ছাকৃত ভাবে হচ্ছে। ইমান নিয়ে প্রায়ই সন্দেহে থাকি আমি। ১.আমি জানতে চাই আমার ইমানের ক্ষতি হচ্ছে কি না? ২.এই সমস্যা থেকে পরিত্রাণের উপায় কি?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। জ্বী, এই সব চিন্তাকে প্রশ্রয় দিবেন না। ইসলামের সকল কাজ মনোযোগসহ করবেন। আল্লাহর কাছে সব সময় দুআ করবেন দ্বীনের পথে টিকে থাকার জন্য। হাদীসে এই বিষয়ে কিছু দুআ আছে। সেগুলো শিখে নিবেন।