As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5932

বিদআত

প্রকাশকাল: 27 Apr 2022

প্রশ্ন

আস-সালামু আলাইকুম। আমি বাংলাতে হাদীস পড়ে প্রতিটা হাদীস পড়ার পর রসুলুল্লাহ (সঃ) এর উপর দরূদ পড়ি। আমি শুধুমাত্র রসুলুল্লাহ (সঃ) এর উপর ভালবাসা এবং শ্রদ্ধা থেকে এ কাজটা করি। আমার এ কাজটা কি বিদাত হবে বা গুনাহের কাজ হবে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। না, দরুদ পড়া বিদাত বা গুনাহের কাজ নয়, বড় সওয়াবের কাজ। তবে হাদীস পড়ে দরুদ পড়াকে আবশ্যক মনে করে এমনটি করা যাবে না।