As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5933

নামায

প্রকাশকাল: 28 Apr 2022

প্রশ্ন

আস-সালামু আলাইকুম। একই রাকাতে কোরানের ক্রম না রেখে ভিন্ন দুটি সুরা পড়া যাবে কিনা? যেমনঃ একই রাকাতে আগে সুরা কাফিরূন আর পরে সুরা ফিল পড়া যাবে কিনা?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। এমন করলে নামায সহীহ হবে। তবে ক্রম ঠিক রাখা ভাল।