জ্বী, বিতর সালাতের কুনুতে কুরআন হাদীসের দুআ পড়তে হবে। কুরআন হাদীসের যে কোন দুআ পড়া যেতে পারে। বাসা থেকে ফজরের সালাতের সুন্নাত পড়ে মসজিদে যাওয়ার পর সময় থাকলে দুই রাকাত তাহিয়াতুল মসজিদ সালাত পড়া যেতে পারে। তবে একটি হাদীসে আছে সুবহে সাদিকের পর ফজরের দুই রাকআত সুন্নাত ছাড়া অন্য কোন সুন্নাত পড়া যাবে না। أبا سعيد الخدري يقول
: سمعت رسول الله صلى الله عليه و سلم ( لا صلاة بعد الصبح حتى ترتفع الشمس ولا صلاة بعد العصر حتى تغيب الشمس )
হযরত আবু সাঈদ খুদরী রাঃ বলেন-আমি নবীজি সাঃ কে বলতে শুনেছি যে, ফজরের নামাযের পর সূর্য উদিত হওয়া পর্যন্ত কোন নামায নেই, এবং আসরের পর সূর্য অস্ত যাওয়া পর্যন্ত কোন নামায নেই। সহীহ বুখারী, হাদীস নং ৫৬১। এই হাদীসের ভিত্তিতে অনেকে নিষেধও করেছেন।