As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5883

কুরআন

প্রকাশকাল: 9 Mar 2022

প্রশ্ন

প্রশ্ন: আমরা ষাটোর্ধ কয়েকজন মুসল্লি বাংলাদেশ কুরআন শিক্ষা সোসাইটি কর্তৃক নিযুক্ত প্রতিনিধির কাছে ৪ মাস ব্যাপী অতি সহজে কুরআন ছহিভাবে শিক্ষা গ্রহন করে আমল করে যাচ্ছি। কিন্তু কোন কোন মসজিদে ইমাম সাহেবের তেলাওয়াতের সাথে আমাদের উচ্চারণের মিল হচ্ছে না। ফলে কুরআন তেলাওয়াত এবং নামাজ একাকী আদায়ে দ্বিধান্বিত হচ্ছি। ইখফা অথ্যাৎ নুন সাকিনের বামে ১৫টি অক্ষরের যে কোন একটি থাকলে নুন সাকিনকে গোপন করে আমরা অনুস্বর (ং) উচ্চারণ করে পড়ি এবং জেরকে হ্রশ্ব ই কার পড়ি। যেমন- মিংশাররি, ইংছানা, ইংদাকা উংযিলা ইত্যাদি। কিন্তু ইমাম সাহেব উচ্চারণের সময় – মেনশাররে, এনছানা, এনদেকা, উনযেলা ইত্যাদি তেলাওয়াতে পড়ে থাকেন। অতএব, এই পরিস্থিতিতে আমরা বিশুদ্ধভাবে কুরআন তেলাওয়াত করছিল হান্নান

উত্তর

আপনার তেলাওয়াত না ‍শুনে এ ব্যাপারে মন্তব্য করা যাবে না। তবে ইখফা গুন্নাহর ব্যাপারে আপনি যা বলেছেন সেটা সঠিক আছে। তবে ইমাম সাহেবে যেভাবে পড়েন তাতেও নামাযের কোন ক্ষতি হবে না।