মুহতারাম, আসসালামু আলাইকুম। আমার প্রশ্নঃ ওয়েস্টার্ন দেশের মত ইদানিং কালে সমকামিতার অভিশাপ বাংলাদেশে ও ছড়িয়ে পরেছে। তাদের অধিকার নিয়ে কিছু লোক কাজ করতে গিয়ে আল্লাহর বিধানকে অমান্ন করছে। এটাকে তারা অপরাধ মনে করছে না বরং অধিকার মনে করছে। এমাতবস্থায়, এই সম লোক মারা গেলে, তারা যদি আমাদের আত্তীয় বা প্রতিবেশি হয় তবে কি তাদের জানাজায় আমরা অংশ নিতে পারব? বা তাদের জন্য দুয়া করা জায়েজ হবে? কুরআন ও সুন্নাহর আলোকে জানতে চাই।