ফযরের সুন্নাত যদি কাযা হয়ে যায় তাহলে কি সেই কাযা আদায় করতে হবে?
উত্তর
এ বিষয়ে রাসূলুল্লাহ সা. বলেনঃ من لم يصل ركعتي الفجر فليصلهما بعد ما تطلع الشمس
যে ব্যক্তি ফজরের সালাতের সুন্নাত পড়েনি, সে যেন তা সূর্য উদয়ের পর আদায় করে। সুনানু তিরমিযি, হাদীস নং ৪২৩ হাদীসটি সহীহ।সুতরাং সুন্নত হলো সূর্য উদয়ের পরে পড়া। তবে আগে পড়লেও হয়ে যাবে বলে অন্য একটি হাদীস থেকে জানা যায়। বিস্তারিত জানতে দেখুন, রাহে বেলায়াত এর সালাত সংক্রান্ত অধ্যায়