As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 58

ফিতরা

প্রকাশকাল: 28 Mar 2006

প্রশ্ন

ফিতরা কয় শ্রেণীর মানুষের মাঝে বন্টন করতে হবে?

উত্তর

গুরুত্বপূর্ণ প্রশ্নটি করার জন্য আপনাকে ধন্যবাদ। যাকাত যাদেরকে দেয়া যায় ফিতরাও তাদেরকে দেয়া যায়। আর কুরআনে তাদের পরিচিতি দেয়া হয়েছে এই আয়াতে: إِنَّمَا الصَّدَقَاتُ لِلْفُقَرَاء وَالْمَسَاكِينِ وَالْعَامِلِينَ عَلَيْهَا وَالْمُؤَلَّفَةِ قُلُوبُهُمْ وَفِي الرِّقَابِ وَالْغَارِمِينَ وَفِي سَبِيلِ اللَّهِ وَابْنِ السَّبِيلِ অর্থ: সাদকা (যাকাত ) পাওয়ার অধিকারী হলো, দরিদ্র, মিসকিন, সরকারের পক্ষ থেকে যাকাত আদায়ের জন্য নিযুক্ত লোক, অমুসলিমদেরকে ইসলামের দিকে আকষর্নের জন্য ( এটা সরকারের পক্ষ থেকে হতে হবে), গোলাম আযাদের জন্য, ঋনগ্রস্থ ব্যক্তির ঋন পরিষোধের জন্য, মুজাহিদ, মুসাফির। সূরা তাওবা, আয়াত ৬০। এই আয়াত থেকে আমরা জানতে পারি যে, যাকাত উল্লেখিত আট শ্রেনীর মানুষকে দেয়া যায়। তেমনিভাবে সদকাতুল ফিতরও এই আট শ্রেণীর মানুষকে দেয়া যায়।বিস্তারিত জানতে দেখুন, আলফিক্হ আলা মাজাহিবিল আরবা ১/৪৮৪-৪৮৬।