As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 57

যাকাত

প্রকাশকাল: 27 Mar 2006

প্রশ্ন

পণ্যের যাকাত দিতে গেলে কি মূলধন হিসাব করব নাকি ঐসময় দোকানে যত টাকার পণ্য আছে তার হিসাব করব?

উত্তর

পণ্যের যাকাত আদায় করতে হবে মূলধন সহ। শুধু দোকানের পণ্যের যাকাত দিলেই যথেষ্ট হবে না বরং যাকাত আদায়যোগ্য সমস্ত সম্পদের যাকাত দিতে হবে।