As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5728

বিবিধ

প্রকাশকাল: 5 Oct 2021

প্রশ্ন

ড.খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রাহিমাহুল্লাহ) এর হাদিসের নামে জালিয়াতি বইয়ে ফুরফুরার পীর আবুল আনসার সিদ্দীকীর বাণী রয়েছ। আমি যতদূর জানি এসব পীরেরা মাজার পূজার দিকে আহবান করে। সুতরাং বিষয়টা নিয়ে আমার মনের মধ্যে প্রচন্ড যুদ্ধ চলছে। যতক্ষণ বিস্তারিত না জানছি ততক্ষণ শান্তি নেই। তাছাড়া আরো একটা প্রশ্ন মাওলানা রুহুল আমিন বশিরহাটি বুখারির একটা হাদিসকে জাল বলেছেন যা অত্র বইয়ের ২৩২পৃষ্টায় উল্লেখ আছে। সেটা সম্পর্কেও জানতে চাই?

উত্তর

না, পীর হলেই সবাই মাজার পূজার দিকে আহ্বান করে না। ফুরফুরা দরবার এবং সেখানকার পীরেরা উপমহাদেশের বাঙালীদের মাঝে ইসলাম প্রচারে ব্যপক অবদান রেখেছেন। ভুল-ভ্রান্তি মানুষের হয়, তাদেরও কিছু ভুল হয়তো হয়েছে,কিন্তু তাদের অবদান অস্বীকার করা যাবে না। তারা কখনোই মানুষকে মাজার পূজার দিকে আহ্বান করে নি, এখনও করে না। মাওলানা রুহুল আমিন বশিরহাটি যেই হাদীসটিকে জাল বলেছেন বুখারীর ঐ হাদীসেটি হলো حَدَّثَنَا نُعَيْمُ بْنُ حَمَّادٍ، حَدَّثَنَا هُشَيْمٌ، عَنْ حُصَيْنٍ، عَنْ عَمْرِو بْنِ مَيْمُونٍ، قَالَ رَأَيْتُ فِي الْجَاهِلِيَّةِ قِرْدَةً اجْتَمَعَ عَلَيْهَا قِرَدَةٌ قَدْ زَنَتْ، فَرَجَمُوهَا فَرَجَمْتُهَا مَعَهُمْ