As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5729

নামায

প্রকাশকাল: 6 Oct 2021

প্রশ্ন

ইমাম সাহেব মাগরিবের ফরজ সালাতের পূর্বে প্রায় ১০ মিনিট বক্তব্য রাখেন। এই বক্তব্য রাখাটা সুন্নাহ সম্মত কি না। যদি সুন্নাহ অনুযায়ী না হয়, এই ইমামের পিছনে সালাত পড়া বৈধ কি?

উত্তর

মাগরিবের আজানের পর যতটা দ্রুত সম্ভব সালাত অদায় করতে হবে। মানুষ যেন মসজিদে উপস্থিত হতে পারে এমন এমটা যৌক্তিক সময়ের পর সালাত আদায় করা উচিত। তবে সালাতে সময় শেষ হওয়ার পূর্ব পর্যন্ত যে কোন সময় সালাত আদায় করলে আদায় হয়ে যাবে। সুতরাং ১০ মিনিট দেরী করলে নামায সহীহ হতে কোন সমস্যা নেই। এই ইমামের পিছনে সালাত আদায় করতেও সমস্যা নেই। আজানের পর সালাত শুরু হওয়ার আগ পর্যন্ত সময়ে ইমাম সাহেব প্রয়োজন মনে করলে মুসল্লীদের উদ্দেশ্যে কথাবার্তা বলতে পারেন, এটা জায়েজ।