As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5720

সুদ-ঘুষ

প্রকাশকাল: 27 Sep 2021

প্রশ্ন

আসসালামু আলাইকুম। হুজুর আমার একটা প্রশ্ন হলোঃ- অনলাইন থেকে ধরুন রকমারি থেকে আমি কোনো পণ্য কিনলাম। আমি পণ্যের মূল্য পণ্য হাতে পাওয়ার আগেই টাকা পরিশোধ করলাম। এতে আমি পণ্যে ১০% ক্যাশব্যাক পেলাম। আবার যদি আমি পণ্য হাতে পাওয়ার পর টাকা পরিশোধ করি তাতে সেই ১০% ডিসকাউন্ট দেয়া হয় না। তাহলে কি পণ্য হাতে পাওয়ার আগেই তার মূল্য পরিশোধ করায় যে ১০% আমি লাভ করব তা কি সুদ হবে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। না, এতে সুদ হবে না।