As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5721

নামায

প্রকাশকাল: 28 Sep 2021

প্রশ্ন

ট্রেনে সফরের সময় ওজু করার ব্যবস্থা না থাকার কারণে যদি নামাজ পড়তে না পারি। তাহলে যে ওয়াক্ত গুলার নামাজ পড়তে পারি নাই সেগুলা বাসায় পৌঁছানোর পর পড়ে নিলে কি হবে?

উত্তর

ট্রেনে তো বাথরুম থাকে, ওযু করার ব্যবস্থাও থাকে আবার পানি কিনতেও পাওয়া যায় সুতরাং ট্রেনে ওযু করতে না পারার কোন কারণ নেই। তারপরও কোন ভাবেই যদি নামায পড়া সম্ভব না হয় তাহলে সেগুলো পরে অবশ্যই পড়ে নিতে হবে।