As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5716

সুদ-ঘুষ

প্রকাশকাল: 23 Sep 2021

প্রশ্ন

আসসালামু আলাইকুম। আমি খুবই চিন্তিত কারণ আমার কিছু মাসআলা জানা খুবই প্রয়োজন। আমি জেনারেল লাইনে পড়াশোনা করি। আমার মনে হয় এখানে এমন কিছু কথা আছে যা আমার কাছে অইসলামিক এবং ঈমান চলে যাওয়ার মতন মনে হয়। যেমন 26 শে মার্চের লেখা আছে যে এটা আন্তর্জাতিক দিবস এখানে আমরা শহীদদের শ্রদ্ধা করি, কবরে যেয়ে ফুল দিয়ে আসি তারপর এরকম কিছু লেখা থাকে আমি তো এগুলো মানিনা আমি শুধু পড়ে পরীক্ষা দেওয়ার উদ্দেশ্যে যদি পড়ি এবং তা পরীক্ষার হলে লিখি তবে কি এটা হারাম হবে এবং এতে কি আমার ইমান চলে যাবে?এবং আমার কিছু বইয়ে সুদের কিছু অংক আছে আমি যদি সে অঙ্কগুলো শুধু পরীক্ষার উদ্দেশ্য করে থাকি এবং দিয়ে থাকি তবে কি এটার ক্ষেত্রে আমার ঈমান চলে যাবে বা হারাম কিছু হবে। পরিক্ষার হলে অনেক সময়, আমি একটা প্রশ্নের উত্তর পারি কিন্তু সামান্য একটু ভুলে গিয়েছি, এ ক্ষেত্রে অল্প একটু কারো কাছে শুনতে পারবো পারব কি?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। সুদের অঙ্ক করা এবং ইসলাম বিরোধী অনেক বিষয় পড়া এখন পড়াশোনার অংশ বানিয়ে দেয়া হয়েছে। এগুলো মূলত জায়েজ নেই। তবে লেখাপড়ার স্বার্থে বাধ্য হয়ে এগুলো করতে হলে আশা করি আল্লাহ ক্ষমা করে দিবেন। পরীক্ষার হলে কারো থেকে কোন কিছু শুনে লেখা জায়েজ নেই। এমন করবেন না।