As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5715

নামায

প্রকাশকাল: 22 Sep 2021

প্রশ্ন

যদি প্রকাশ্যে নামায আদায় করলে বিপদের আশংকা থাকে, যেমন ভারতে এখন যা ঘটছে প্রকাশ্যে নামাজ আদায় করলে মৃত্যুর আশংকা থেকে যায়। এই অবস্থায় বিপদজনক এলাকায় চলন্ত বাসে বা ট্রেনে সালাত আদায় করবো কিভাবে?যাতে করে কেউ বুঝতে না পারে যে আমি সালাত আদায় করছি।

উত্তর

প্রকাশ্যে নামায আদায় করলে বিপদের আশঙ্কা থাকলে প্রকাশ্যে নামায আদায় করবেন না। বিপদের আশঙ্কা থাকলে বাসে বা ট্রেনে নামায আদায় করার দরকার নেই। পরে কাযা পড়বেন। চেষ্টা করবেন ওয়াক্তের মধ্যে ওয়াক্তের শুরুতে বা শেষে নামায আদায় করতে, সম্ভব না হলে কাযা পড়ে নিবেন। তবে স্বাভাবিক অবস্থায় কাজা করার সুযোগ নেই, নামায আদায়ের সুযোগ বের করে নামায আদায় করতে হবে।