As-Sunnah Trust
ক্যাটাগরি
প্রশ্নোত্তর 5706
হজ্জ
প্রকাশকাল: 13 Sep 2021
শুক্রবারে হজ্জ হলে অনেকে একে আকবরি হজ্জ বলে। এ বিষয়ে দলিলসহ বিস্তারিত জানতে চাই।
শুক্রবার হজ্জ হলে তাকে হজ্জে আকবার হলা সম্পূর্ণ ভিত্তিহীন কথা। হাদীসে কুরাবানীর দিনকে অর্থাৎ জিলহজ্জ মাসের দশ তারিখকে হজ্জে আকবার বলা হয়েছে। হাদীসটি লক্ষ করুন: عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَقَفَ يَوْمَ النَّحْرِ بَيْنَ الْجَمَرَاتِ فِي الْحَجَّةِ الَّتِي حَجَّ، فَقَالَ: أَيُّ يَوْمٍ هَذَا؟ قَالُوا: يَوْمُ النَّحْرِ، قَالَ: هَذَا يَوْمُ الْحَجِّ الْأَكْبَرِ ইবনু ’উমার (রাযি.) সূত্রে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (যিলহাজের দশ তারিখ) নহরের দিন তিনটি জামরার মধ্যস্থলে দাঁড়িয়ে জিজ্ঞেস করেনঃ এটি কোন্ দিন? লোকেরা বললো, আজ কুরবানীর দিন। তিনি বললেন, এটা হজ্জে আকবারের (বড় হজ্জের) দিন। সুনানু আবু দাউদ, হাদীস নং ১৯৪৭। হাদীসটি সহীহ। অনেকে উমরাহকে হজ্জে আসগার তথা ছোট হজ্জ বলে থাকেন। সেক্ষেত্রে হজ্জে আ কবার দ্বারা উদ্দেশ্য হবে হজ্জ। তবে শুক্রবার হজ্জ হলে হজ্জে আকবার হয়, এটা বাতিল কথা।