As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5705

হজ্জ

প্রকাশকাল: 12 Sep 2021

প্রশ্ন

মুহতারাম আসসালামু আলাইকুম। আমি এই মুহুর্তে মক্কায় আছি। এখন আমি কি হজ্জের আগে আয়েশা মসজিদ থেকে উমরাহ পালন করতে পারব? দয়া করে জানাবেন।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। এক সফরে একবার উমরাহ করা সুন্নাত। রাসূলুল্লাহ সা. এবং সাহাবীরা এক সফরে একবারের বেশী উমরাহ করেন নি। সুতরাং বাংলাদেশে থেকে গিয়ে উমরাহ করে হালাল হওয়ার পর আবার মসজিদে আয়েশাতে গিয়ে ইহরাম বেঁধে উমরাহ করার প্রয়োজন নেই। বেশী বেশী নফল তাওয়াফ করবেন, তাওয়াফের দুআ করবেন। বিস্তারিত জানতে