As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 569

নামায

প্রকাশকাল: 21 Aug 2007

প্রশ্ন

আসসালামুয়ালাইকুম, মুহতারাম আমরা সবাই জানি ফরয নামায ১৭ রাকাত এখন আমার প্রশ্ন হচ্ছে সুন্নাত নামায ৫ওয়াক্ত নামাজে কত রাকাত এবং প্রতি ওয়াক্তেই কি সুন্নাত নামায আছে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। হ্যাঁ, প্রতি ওয়াক্ততেই সুন্নত নামায আছে। যেমন, ফজরের নামাযে ফরজের আগে দুই রাকআত, যুহরে আগে চার বা দুই পরে দুই ্ইত্যাদী। ্এগুলোর কিছু অপেক্ষাকৃত বেশী গুরুত্বপূর্ণ আবার কিছু কম গুরুত্বপূর্ণ। বিষয়টি স্থানীয় কোন আলেম থেকে বিস্তারিত জেনে নিন।