As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 568

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 20 Aug 2007

প্রশ্ন

আসসালামু আলাইকুম। আমার একটা প্রশ্ন আছে আপনার কাছে। প্রশ্ন হলঃ
কোন মহিলার সন্তান না হলে সে কি কোন এতিম ছেলে নিজের সন্তানের মত লালন পালন করতে পারবে? এক্ষেত্রে ইসলামের বিধান কি?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। লালন-পালন করতে পারবেন। তবে সন্তান যদি ছেলে হয় তাহলে প্রাপ্ত বয়স্ক হলে তার সাথে পর্দা করতে হবে। তবে যদি ঐ মহিলার থেকে দুধপান করেন তাহলে সমস্যা হবে না। আর যদি পালিত সন্তান মেয়ে হয় তাহলে ঐ মহিলার স্বামীর সাথে প্রাপ্ত বয়স্ক হলে পর্দা করতে হবে। তবে দুধ খেলে পর্দা করতে হবে না। সুতরাং পালিত শিশুর বয়স দুই বছর হওয়ার পূর্বেই দুধ খাইয়ে দেওয়া উচিৎ। যাতে পর্দার সমস্যা না হয়। তবে ঐ সন্তান মিরাসের হকদা হবে না। তবে তার জন্য ওসিয়ত করা যেতে পারে।