As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5647

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 16 Jul 2021

প্রশ্ন

আসসালামুয়ালাইকুম অরহমাতুল্লাহ। আমি যে বাসায় বাড়া থাকি ওই বাসাতে বিদ্যুৎ বিল দেওয়া লাগেনা। আমি আর এফ এল এর হিটার জগ দিয়ে পানি গরম করে রান্না করি এবং ঠান্ডা লাগলে পানি গরম করে গোসল করি। এতে আমার গ্যাস একটু কম খরচ হয় এবং রান্নাও তারাতারি হয়ে যায়। এতে কি আমি বাড়িওয়ালার হক নষ্ট করতেছি বা এই জন্যে কি আমাকে আল্লাহর কাছে জবাব দিহি করতে হবে।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আপনি বাড়ির মালিকের কাছে জিজ্ঞাসা করবেন যে, হিটার জগ ব্যবহারের অনুমতি আছে কিনা? যদি থাকে তাহলে সমস্যা নেই। আর যদি অনুমতি না থাকে তাহলে ব্যবহার করবেন না। করলে বড় ধরণের গুনাহ হবে। বাড়ির মালিক মাফ না করলে এই গুনাহ মাফ হবে না।