As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5646

সুন্নাত

প্রকাশকাল: 15 Jul 2021

প্রশ্ন

আসসালামু আলাইকুম, শায়েখ আশা করি আল্লাহর রহমতে ভালো আছে। আমার প্রশ্নটি হলো, তাহাজ্জুদের জন্য ঘুম থেকে উঠলে দাত ব্রাশ করে পরিচ্ছন্ন হয়ে নামায পড়তে হবে? না ঘুম থেকে উঠে শুধু ওযু করে নামায পড়লেই হবে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। এই সময় ব্রাশ বা মেসওয়াক করে দাঁত পরিস্কার করা সুন্নাত। ব্রাশ না করলেও নাাময হবে তবে দাঁত পরিস্কারের সুন্নাতের সওয়াব পাবেন না।