As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5620

হজ্জ

প্রকাশকাল: 19 Jun 2021

প্রশ্ন

১। একজন দরিদ্র ব্যক্তি, যার পারিবারিক ভাবে বহু চাহিদা ও প্রয়োজনীয়তা রয়েছে। কিন্তু সে টাকার অভাবে কিছুতেই তা পূরণ করতে পারছেনা। এমতাবস্থায় বেশ কিছু টাকা তার মালিকানায় এসেছে যা দ্বারা একজন মুসলমানের উপর হজ্ব ফরজ হয়। এখন প্রশ্ন হচ্ছে শরিয়ত অনুযায়ী উক্ত ব্যক্তিটি কি আগে পারিবারিক চাহিদা পূরণ করবে? নাকি আগে হজ্ব পালন করবে? প্রশ্ন ২ এক ব্যক্তির নিকট হজ্ব ফরজ হয় এই পরিমান টাকা হাতে এসেছে। আসার পর ঐ ব্যক্তিটি বিভিন্ন কারণে ঐ বছর হজ্ব করতে পারেনি এবং পরবর্তী বছর আসতে আসতে ঐ ব্যক্তির উক্ত টাকা খরচ হয়ে গিয়েছে এবং পরবর্তীতে সে আর হজ করতে সক্ষম হয় নি। এখন প্রশ্ন হচ্ছে শরিয়ত অনুযায়ী উক্ত ব্যক্তিটি কি হজ না করার দায়ে অভিযুক্ত হবে? প্রশ্ন ৩ একজন ব্যক্তির হজ্ব করার মতো পরিপূর্ন সামর্থ্য রয়েছে এবং কোনো ধরনের সমস্যাও তার নেই। কিন্তু তারপরেও সে সম্পূর্ন ইচ্ছাকৃতভাবে হজ্ব করলো না। এখন প্রশ্ন হচ্ছে শরিয়ত অনুযায়ী উক্ত ব্যক্তিটি কি কুফুরির অপরাধে অপরাধী হবে? নাকি কবিরা গুনাহগার হবে?

উত্তর

১। পরিবারের জরুরী চাহিদা পূরণ করার পর যদি তার কাছে হজ্ব পালন করার মতো টাকা থাকে তাহলে তার উপর হজ্ব ফরজ। যদি পারিবারিক চাহিদা পূরণ কর হজ্ব করার মতো প্রয়োজনীয় টাকা না থাকে তাহলে তার উপর হজ্ব ফরজ নয়। ২। জ্বী, হজ্ব না করার দায়ে তিনি অভিযুক্ত হবেন। ৩। কুফুরী হবে না, তবে ভয়ঙ্কর কবীরা গুনা হবে।